Tuesday, June 25, 2013

মাত্র ২ টি ক্লিক করেই আপনার lockdir.exe এ লক করা ফাইল গুলো আনলক করুন

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনি কিভাবে খুব সহজেই lockdir.exe সফটওয়্যার এর Lock করা ফাইল গুলো Unlock করবেন । আমরা প্রায় অনেকেই lockdir.exe সফটওয়্যার টা দ্বারা আমাদের অনেক গুরুত্বপূর্ন ফাইল লক করে রাখি। কারন এটার মাধ্যমে 
যে কোন ফাইল লক করা খুবই সহজ।
কিন্তু অনেক সময় তার পাসওয়ারর্ড টি হয়তোবা মনে নাও থাকতে পারে অথবা কম্পিউটার এ ভাইরাস এর কারনে password এর সমস্যা হতে পারে যেটা আমার হয়েছিল । আজ আমি যে পদ্ধতিটি দেখাবো তার মাধ্যমে আপনার লক করা ফাইলগুলো খুলতে পারবেন পাসওয়ার্ড না জেনেই একেবারে খুব সহজেই । ওহ অনেক বক বক করে ফেলেছি এর করব না । তাহলে শুরু করা যাক ।
আপনি প্রথমে এটি Download করুন ।
তারপর আপনার যেই ফোল্ডার টি লক করা ওখানে গিয়ে ডাউনলোড করা সফট টি paste করুন ।
এখন ওই সফট টি ডাবল ক্লিক করলেই আপনার লক করা ফোল্ডার টি আনলক হয়ে যাবে । unhidden নামের একটা নতুন ফোল্ডার আসবে ওখানেই আপনার সব লক করা ফাইল গুলো পাবেন । বুজতে কোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন ।
ধন্যবাদ

No comments:

Post a Comment