Saturday, September 14, 2013

Notepad এর জাদু- (পর্ব ৪) Matrix মুভির effect এবং পিসি Restart

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি আপনাদের Notepad এর ২টি টিপস শিখবো যে টিপস দিয়ে আপনি Matrix মুভির effect তৈরি করতে পারবেন এবং পিসি ১ সেকেন্ডে Restart  দিতে পারবেন ।
১। Matrix মুভিটি দেখেছেন মুভিটিতে Matrix এর effect টি নিশ্চয় লক্ষ্য করেছেন নোটপ্যাড এ আমরা এ effect টি তৈরি করতে পারি প্রথমে
নোটপ্যাড ওপেন করুন তারপর নিচের কোডগুলো কপি করে পেস্ট করুন



@echo off

color 2
:start
echo %random% %random% %random% %random% %random% %random% %random% %random% %random% %random% %random% %random% %random% %random%
goto start



 এটিকে Matrix Effect.bat এই নামে সেভ করুন তারপর Matrix Effect.bat ফাইলটি চালু করুন তারপর দেখুন 


২। ১ ক্লিক ১ সেকেন্ডে এ রিস্টার্ট করুন আপনার পিসিকে প্রথমে ডেক্সটপ এ রাইট বাটন ক্লিক করে New গিয়ে Shortcut open করুন তারপর সেখানে লিখুন 

 SHUTDOWN -t -r 1 

 তারপর এটিকে নাম দিন 1Click 1 Second Restart ব্যাস হয়ে গেল এবার সেভ করুন ডেক্সটপ এ এবং সেভ করা Shortcut টি ক্লিক করলেই আপনার পিসি ১ সেকেন্ডের মধ্যে Restart নিবে । 
এখানেই সমাপ্ত কেমন লাগল মন্তব্য জানাবেন নিশ্চয় 
খোদা হাফেজ।

No comments:

Post a Comment